ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৬ শিশু ছাড়াও দুজন নারী ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
দগ্ধরা হলেন, চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।
স্থানীয় সুব্রত পাল জানায়, বিকট শব্দে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাড়ির দুইটি ঘর প্রায় বিধ্বস্ত হয়েছে। আরসিসি পিলারের ওপর রাখা একটি পানির ট্যাংক সম্পূর্ণ বিধস্ত হয়ে গেছে। আশপাশের বাড়িঘর ও গাছপালার ক্ষতি হয়েছে। শিশুসহ অনেকে গুরুত্বর আহত হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় বেলুন বিক্রেতা রুবেল মিয়া বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ ১১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 



















