Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় বোন

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন অবসরপ্রাপ্ত ফেডারেল বিচারক ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি নিউ ইয়র্কে তার বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার (১৪ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও এপি।

এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, ম্যানহাটনে নিজ বাসভবনে ট্রাম্প ম্যারি সোমবার সকালে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক নারীকে পঞ্চম অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টের বেডরুমের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী সময়ে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে তার শরীরে কোনো আঘাত বা অপমৃত্যুর চিহ্ন পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সাংবাদিকদের বলেছেন, আজ সকালে এখানে এসে দেখতে পাই আমার আন্টি মারা গেছেন। তিনি আরও বলেছেন, আমি তার নাতির সঙ্গে অনেক ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে সময় কাটাইতাম। এটা আমাদের জন্য একটি কঠিন দিন।

সূত্রের বরাত দিয়ে এবিসি জানিয়েছে, সোমবার জরুরি সেবার হটলাইনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত এক ব্যক্তির সাহায্যের কল আসে। তবে এ নিয়ে বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হলে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র।

ম্যারিয়্যান ২০১৯ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিন মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে সিনিয়র জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে নিয়োগ দেন। এরপর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে তৃতীয় মেয়াদে নিয়োগ দেন।

এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চার ভাইবোনের মধ্যে তিনজনই মারা গেলেন। ২০২০ সালের আগস্টে ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে মারা যান। তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে ৪২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকার মেয়াদের শেষের দিকে তার ভাই ফ্রেডের মেয়ে ম্যারি তার একটি বই ও কিছু অডিও রেকর্ড প্রকাশ করেন। সেখানে প্রাপ্ত তথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বোন ম্যারিয়্যানের করা বাজে ব্যবহার প্রকাশ পায়। সেসময় থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার বড় বোনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

তবে সম্প্রতি ট্রাম্প ও তার বোনের মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হয়। নিউ জার্সির বেডমিনিস্টারে অবস্থিত ট্রাম্পের ক্লাবে গত গ্রীষ্মে দেখাও করেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় বোন

প্রকাশের সময় : ০১:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন অবসরপ্রাপ্ত ফেডারেল বিচারক ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি নিউ ইয়র্কে তার বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার (১৪ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও এপি।

এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, ম্যানহাটনে নিজ বাসভবনে ট্রাম্প ম্যারি সোমবার সকালে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক নারীকে পঞ্চম অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টের বেডরুমের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী সময়ে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে তার শরীরে কোনো আঘাত বা অপমৃত্যুর চিহ্ন পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সাংবাদিকদের বলেছেন, আজ সকালে এখানে এসে দেখতে পাই আমার আন্টি মারা গেছেন। তিনি আরও বলেছেন, আমি তার নাতির সঙ্গে অনেক ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে সময় কাটাইতাম। এটা আমাদের জন্য একটি কঠিন দিন।

সূত্রের বরাত দিয়ে এবিসি জানিয়েছে, সোমবার জরুরি সেবার হটলাইনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত এক ব্যক্তির সাহায্যের কল আসে। তবে এ নিয়ে বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হলে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র।

ম্যারিয়্যান ২০১৯ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিন মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে সিনিয়র জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে নিয়োগ দেন। এরপর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে তৃতীয় মেয়াদে নিয়োগ দেন।

এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চার ভাইবোনের মধ্যে তিনজনই মারা গেলেন। ২০২০ সালের আগস্টে ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে মারা যান। তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে ৪২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকার মেয়াদের শেষের দিকে তার ভাই ফ্রেডের মেয়ে ম্যারি তার একটি বই ও কিছু অডিও রেকর্ড প্রকাশ করেন। সেখানে প্রাপ্ত তথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বোন ম্যারিয়্যানের করা বাজে ব্যবহার প্রকাশ পায়। সেসময় থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার বড় বোনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

তবে সম্প্রতি ট্রাম্প ও তার বোনের মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হয়। নিউ জার্সির বেডমিনিস্টারে অবস্থিত ট্রাম্পের ক্লাবে গত গ্রীষ্মে দেখাও করেন তারা।