নিজস্ব প্রতিবেদক :
বিএনপিসহ কয়েকটি দলের অবরোধ চলছে। ধারাবাহিক এ অবরোধে যানবাহনে আগুনের ঘটনা ঘটেই যাচ্ছে। চতুর্থ দফার অবরোধে ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত- এ দুদিনে ঢাকাসহ সারা দেশে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
তিনি জানান, এ দুদিনে ১৪টি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, রাজধানীতে আটটিসহ বিভিন্ন জেলায় এসব আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়েছে।
ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের ফরিদপুর, সাভার, নারায়ণগঞ্জে একটি করে, বরিশাল বিভাগের বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি, দিনাজপুরে একটি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।