আন্তর্জাতিক ডেস্ক :
বহুল আলোচিত ও বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্র্যাভারম্যান সুনাকের মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য ছিলেন।
সোমবার (১৩ নভেম্বর) সকালে সুয়েলাকে এ সিদ্ধান্ত জানান ঋষি সুনাক। সর্বশেষ ফিলিস্তিন ইস্যুসহ দায়িত্বকালীন অভিবাসন ইস্যু নিয়ে মন্তব্যসহ বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন সুয়েলা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুয়েলা ব্র্যাভারম্যান। এর মধ্য দিয়ে ঋষি সুনাকের ‘কর্তৃত্বকে অস্বীকার’ করেন তিনি।
সমালোচকরা বলেছেন, ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ নিয়ে ব্র্যাভারম্যানের অবস্থান চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ডানপন্থি বিক্ষোভকারীদের লন্ডনের রাস্তায় নামতে উৎসাহিত করেছে। মূলত এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য চাপে পড়েন সুনাক।
সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঋষি সুনাক সুয়েলা ব্র্যাভারম্যানকে সরকার ছেড়ে যেতে বলেছেন এবং তিনি মেনে নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় সুয়েলার নাম ওপরের দিকে থাকবে। সোমবার সকালে তাকে চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই নিয়ে এবার দ্বিতীয়বারের মতো ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরি হারালেন সুয়েলা। এর আগে লিজ ট্রাসের সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।
সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই সুয়েলাকে পুনরায় নিয়োগ দিয়েছিলেন। তবে সুয়েলার বিরুদ্ধে পুলিশের পেশাগত স্বাধীনতা এবং জনসাধারণের আস্থা নষ্ট করার অভিযোগ আনার পর চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তখন থেকেই সুয়েলার পদত্যাগের জোরালো দাবি ওঠে।