নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরার আব্দুল্লাপুরে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে আটক হয়েছেন একজন। র্যাব বলছে, আটক মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। আটকের সময় তাঁর কাছে পেট্রল পাওয়া গেছে। মামুনের সঙ্গে থাকা যুবদলের আরেক নেতা পালিয়ে গেছেন।
সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমদ গণমাধ্যমকে জানান, আজ সোমবার সকালে আব্দুল্লাহপুর থেকে মামুনকে আটক করা হয়। মামুন নাটোর জেলার বড়াইগ্রাম থানার বাসিন্দা। পলাতক আছেন উত্তরা পূর্ব থানা যুবদলের নেতা সোহেল রানা। দুজনই উত্তরায় থাকতেন।
মুস্তাক আহমদ জানান, সকালে প্রজাপতি পরিবহনের একটি বাস আবদুল্লাহপুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেট্রল ছুঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসের জানালার গ্লাস ও দুটি সিট পুড়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মামুন মজুমদারকে আটক করা হয়। এ সময় মামুনের সঙ্গে থাকা সোহেল রানা পালিয়ে যান।
মামুনের কাছে থেকে পেট্রল উদ্ধার করা হয়েছে। সোহেলকে আটকের চেষ্টা চলছে।