নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের গলা কাটা এবং অন্যজনের হাত পায়ের রগ কাটা ছিল।
রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে কালুনগর এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই শাওন কুমার। তিনি জানান, বড় বোনের নাম জেসমিন আক্তার (৪৪) ও ছোট বোন নাসরিন আক্তার (৩০)। ওই বাসার তৃতীয় তলায় ভাড়া নিয়ে বৃদ্ধা মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন দুই বোন। তাদের বাবার নাম মৃত জামাল হক।
মৃতদের ভাই নাজির হোসেন বলেন, বড় বোন জেসমিন ৮ বছর এবং ছোট বোন নাসরিন ৩ বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তারা দুজনেই অবিবাহিত ছিলেন। প্রথমে জেসমিনকে গলা কেটে হত্যা করেন নাসরিন। এরপর নিজের পায়ের ও হাতের রগ কেটে মারা যান।
তিনি আরও বলেন, ‘আমরা রুমে দেখতে পাই, বড় বোন গলাকাটা অবস্থায় পড়েছিল। আর ছোট বোন নাসরিন ছটফট করছিল, তখন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দুই বোনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















