Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে হাউসবোটে আগুনে ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের কাশ্মীরের শ্রীনগর জেলার ডাল লেকে (হ্রদ) থাকা কয়েকটি হাউজবোটে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লেকে থাকা কয়েকটি হাউজবোটে সকালে আগুন লাগে। সবগুলো বোটই আগুনে পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন।

পুলিশ আরও জানায়, শনিবার সকালে হাউসবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউসবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, এখনও কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জম্মু কাশ্মীর পর্যটন দপ্তর জানিয়েছে শনিবার ভোরে ডাল লেকের পর্যটন কেন্দ্রে বিশাল এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগেই কাশ্মীরের মৌসুমের প্রথম তুষারপাত হয়েছিল। আর তা দেখেই খুশির হাওয়া বয় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূ-স্বর্গে ছড়াল আতঙ্ক।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুন একটা বোটে প্রথমে লাগে তারপর অন্য বোটগুলোতে ছড়িয়ে পড়ে।এখনো পর্যন্ত বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে তিনজন বাংলাদেশি পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও আগুন লেগেছিল শ্রীনগরের ডাল লেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কাশ্মীরে হাউসবোটে আগুনে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের কাশ্মীরের শ্রীনগর জেলার ডাল লেকে (হ্রদ) থাকা কয়েকটি হাউজবোটে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লেকে থাকা কয়েকটি হাউজবোটে সকালে আগুন লাগে। সবগুলো বোটই আগুনে পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন।

পুলিশ আরও জানায়, শনিবার সকালে হাউসবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউসবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, এখনও কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জম্মু কাশ্মীর পর্যটন দপ্তর জানিয়েছে শনিবার ভোরে ডাল লেকের পর্যটন কেন্দ্রে বিশাল এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগেই কাশ্মীরের মৌসুমের প্রথম তুষারপাত হয়েছিল। আর তা দেখেই খুশির হাওয়া বয় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূ-স্বর্গে ছড়াল আতঙ্ক।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুন একটা বোটে প্রথমে লাগে তারপর অন্য বোটগুলোতে ছড়িয়ে পড়ে।এখনো পর্যন্ত বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে তিনজন বাংলাদেশি পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও আগুন লেগেছিল শ্রীনগরের ডাল লেকেই।