Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২০৮ জন দেখেছেন

নোরা ফাতেহি

ভারতের রিয়েলিটির শো’এর এক ভিডিওতে দেখা যায় নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস। আর এই ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ?

সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও ক্লিপ। ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’র রিয়ালিটি শোয়ের এই ভিডিওতে দেখা যায়, তিন বিচারক গীতা, টেরেন্স ও নোরা, মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন। সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার নিতম্ব।

আরও পড়ুন : বলিউডের চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত

নোরা

আর এ নিয়েই হইচই শুরু হয়। ইতোমধ্যে টেরেন্স সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে ঘটনার ব্যাখ্যা দেন। সেখানে নোরার কমেন্ট, ধন্যবাদ টেরেন্স! এখনকার সময়ে মিডিয়ায় ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয়। আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ। তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ।

এই শোয়ের বিচারক হতে পেরে আমি খুশি। অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি ওখানে। অনেক কিছু শিখেছি। খুব ভাল থাকো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা

প্রকাশের সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

ভারতের রিয়েলিটির শো’এর এক ভিডিওতে দেখা যায় নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস। আর এই ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ?

সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও ক্লিপ। ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’র রিয়ালিটি শোয়ের এই ভিডিওতে দেখা যায়, তিন বিচারক গীতা, টেরেন্স ও নোরা, মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন। সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার নিতম্ব।

আরও পড়ুন : বলিউডের চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত

নোরা

আর এ নিয়েই হইচই শুরু হয়। ইতোমধ্যে টেরেন্স সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে ঘটনার ব্যাখ্যা দেন। সেখানে নোরার কমেন্ট, ধন্যবাদ টেরেন্স! এখনকার সময়ে মিডিয়ায় ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয়। আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ। তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ।

এই শোয়ের বিচারক হতে পেরে আমি খুশি। অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি ওখানে। অনেক কিছু শিখেছি। খুব ভাল থাকো।