Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম ইকবাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রিকেটে ২০২৩ সালটি হতে পারতো তামিম ইকবালের জন্য স্মরণীয় একটি গল্প লেখার দৃশ্যপট। তবে ভারত বিশ্বকাপে বিসিবির নানা নাটকীয়তায় দলে জায়গা হয়নি তামিমের। এরপর এ নিয়ে চলে নানা ধরনের আলোচনা। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর ক্রিকেট প্রেমীদের প্রশ্ন আদৌ কি ফিরবেন এই ওপেনার! নাকি বংলাদেশকে বিদায় জানিয়ে দিবেন নিরবেই। এমন সব প্রশ্নের মাঝেই নতুন প্রশ্ন জেগেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। তবে সহসাই যে জাতীয় দলে ফেরা হচ্ছে না তার। কেননা ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না দেশ সেরা ড্যাশিং এই ওপেনার।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।

বিশ্বকাপের মাঝেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানেও নেই তামিম। জাতীয় লিগে না খেলা নিয়ে তামিম সম্প্রতি বলেছেন, আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?

এদিকে আসন্ন এই সিরিজে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। এমনকি বিশ্বসেরা এই অলরাউন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন, তাও নিশ্চিত না।

বিশ্বকাপের পরপরই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন।

আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম ইকবাল

প্রকাশের সময় : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রিকেটে ২০২৩ সালটি হতে পারতো তামিম ইকবালের জন্য স্মরণীয় একটি গল্প লেখার দৃশ্যপট। তবে ভারত বিশ্বকাপে বিসিবির নানা নাটকীয়তায় দলে জায়গা হয়নি তামিমের। এরপর এ নিয়ে চলে নানা ধরনের আলোচনা। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর ক্রিকেট প্রেমীদের প্রশ্ন আদৌ কি ফিরবেন এই ওপেনার! নাকি বংলাদেশকে বিদায় জানিয়ে দিবেন নিরবেই। এমন সব প্রশ্নের মাঝেই নতুন প্রশ্ন জেগেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। তবে সহসাই যে জাতীয় দলে ফেরা হচ্ছে না তার। কেননা ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না দেশ সেরা ড্যাশিং এই ওপেনার।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।

বিশ্বকাপের মাঝেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানেও নেই তামিম। জাতীয় লিগে না খেলা নিয়ে তামিম সম্প্রতি বলেছেন, আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?

এদিকে আসন্ন এই সিরিজে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। এমনকি বিশ্বসেরা এই অলরাউন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন, তাও নিশ্চিত না।

বিশ্বকাপের পরপরই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন।

আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।