বিনোদন ডেস্ক :
শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তবে ইধিকার অভিনয়কে ইতিবাচকভাবে না দেখে উল্টো অশ্লীল পোশাক পরেন অভিনেত্রী- এমন মন্তব্য করেন বাংলাদেশি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার এর বিপক্ষে কড়া জবাব দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি ঢাকায় এসেছিলেন ইধিকা। মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল পাঁচটার একটি ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন তিনি। এর আগে এদিন দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিপজলের কথার বিপরীতে নিজের মতামত জানান তিনি।
বিষয়টি নিয়ে ইধিকা বলেন, ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনাকে কি বলবো, উনি তো সিনেমার বড় মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। তবে একটা কথা বলি। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক পরি।
এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বললেন, আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিকমাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তার উদ্দেশে করা। এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি।
এরপর ডিপজলকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক-আশাকে হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার। আমারটা নয়।
উল্লেখ্য, সম্প্রতি একটি গণমাধ্যমে ইধিকা পালকে নিয়ে ডিপজল বলেন, ‘ইধিকা বিগত ছবিতে যে ড্রেস পরেছে, সেগুলো মানুষ পরেনা। ইন্ডিয়ায় সে যেসব ড্রেস পরেছে সেটা ওখানে ভালো। বাংলাদেশে এসে সে বোরকা না পরা বেটার!’
কলকাতার সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করা ইধিকার রুপালি পর্দায় অভিষেক হয়েছে বাংলাদেশের সিনেমা দিয়ে। গত ঈদে মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে। দুই বাংলার নির্মাতারাও আগ্রহী হচ্ছেন তাঁকে নিয়ে। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তাঁর। এ বিষয়ে ইধিকা বলেন, এখনো এ সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। চিত্রনাট্য পড়ছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কাজটি করার সম্ভাবনা আছে।
কবি সিনেমায় প্রথমে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। শাকিব সরে দাঁড়ালে শরিফুল রাজকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। চলতি বছরেই কবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।