নিজস্ব প্রতিবেদক :
গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর থেকে দেশজুড়ে হরতালের পর একের পর এক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট নয় দিনে বিএনপির ১৫৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপি। এই নয়দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১০২টি।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।
তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেপ্তার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং সর্বশেষ রোববার (৫ নভেম্বর) ৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মোট নয়দিনে গ্রেফতারের সংখ্যা ১৫৫৪ জন।
রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য শেষ করার আগেই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। হামলার প্রতিবাদে মহাসমাবেশ থেকে পরের দিন ২৯ অক্টোবর দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই কর্মসূচির পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ পালন করে দলটি। এরপর গত রবিবার থেকে ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি শুরু হয়, যা শেষ হবে আগামীকাল সকাল ৬টায়। এরপর আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়কপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি।