Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে মাজেদ খান (৩৫) নামে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। মাজেদ সিলেটের কুলাউড়া এলাকার ইসহাক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় পাশে থাকা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ওই ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। পরে একজন যাত্রী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশ সদর দফতরের ব্যাখ্যা

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে মাজেদ খান (৩৫) নামে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। মাজেদ সিলেটের কুলাউড়া এলাকার ইসহাক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় পাশে থাকা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ওই ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। পরে একজন যাত্রী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।