নিজস্ব প্রতিবেদক :
বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সন্ধ্যায় বাংলামোটর মোড়ে এবং মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলামোটর মোড়ে এবং যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের ৬ চা ৫৭ মিনিটে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, ফায়ার সার্ভিস আসার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উত্তরা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। বাংলামোটর সিগন্যাল পার হওয়ার পর পেছন থেকে বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এখনো কাজ করছে। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গেল সপ্তাহে এক দিন হরতাল ও টানা তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে। আজ রোববার থেকে আবার তাদের ৪৮ ঘন্টার অবরোধ শুরু হয়েছে। এই কর্মসূচি শুরুর আগের দিন গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই ঢাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার পর কয়েক ঘন্টায় ঢাকায় অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়।