নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সবুজ (৩০) নামে রমজান পরিবহনের এক বাসচালক দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় অছিম বাসের চালক ও হেল্পার আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তার স্ত্রী রুশেদা জানান, সবুজ নিজেও একজন পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক। তার বাসটি মেরাদিয়া রাস্তার পাশে রাখা ছিল। তার বাসের কাছে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হন সবুজ। বাসে করে মেরাদিয়া বাঁশপট্টিতে গিয়ে নামার আগ মুহূর্তে বাসটি আগুন দেওয়া হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ভাই আমার স্বামী তো বাসের ড্রাইভার। হেয় তো কোনো রাজনীতি করে না। হ্যাঁরে কেন পুড়াইয়া দিল। আমার এক ছেলে এক মেয়ের ভবিষ্যৎ অহনে কী হইব।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সবুজ। তিনি মেরুলবাড্ডা আনন্দনগর ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ে বনশ্রী এলাকা থেকে সবুজ নামে এক গাড়িচালক দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।
খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।