স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতকেও খেতে হলো বড় ধাক্কা। গোড়ালিতে চোট পাওয়া তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই। তার জায়গায় ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণাকে বদলি হিসেবে দলভুক্ত করেছে ভারত।
গত মাসে পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান পান্ডিয়া। সেই চোটের কারণে পরের ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি তিনি। এবার জানা গেল, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও খেলা হবে না ৩০ বছর বয়সী অলরাউন্ডারের।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ধারণা করা হচ্ছিল সেমিফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে আজ সকালে ভারতীয় সমর্থকদের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পান্ডিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বল করার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যথা নিয়ে তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর পুনেতে স্টেডিয়াম থেকে দ্রুত তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। তখন জানা গিয়েছিল বিশ্বকাপের মাঝপথে ফিরবেন তিনি।
তবে নির্দিষ্টসময়ের ভেতর তা আর সম্ভব হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, হার্দিক ধীরে ধীরে সুস্থ হচ্ছে। খুব তাড়াতাড়ি উন্নতি করছে। খুব শীঘ্রই তাঁকে আবার মাঠে দেখা যাবে।
তবে কবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে সেসময় কিছু বলতে পারেননি হিটম্যান খ্যাত এই তারকা। রোহিতের কথায়, ‘হার্দিকের উন্নতি হচ্ছে ভালই। এটাকে ঠিক রিহ্যাব বলা চলে না। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হার্দিক যাচ্ছে, যে ভাবে উন্নতি করছে তাতে আমরা খুশি।
যদিও বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস জানিয়েছিল, পান্ডিয়ার এই চোট স্রেফ পা মচকে যাওয়া এবং গুরুতর কিছু নয়। লখনৌতে ম্যাচের আগেই তার ফিট হয়ে যাওয়া উচিৎ। আর এ কারণে পান্ডিয়ার বিকল্প হিসেবে কারও নাম ঘোষণার কোনো পরিকল্পনা নেই ভারতের।
তবে শেষ পর্যন্ত পান্ডিয়া আর সেরে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়েই বিকল্প ডাকতে হয়েছে ভারতকে। আর সেই সুযোগে দলে আসছেন পেসার প্রাসিধ কৃষ্ণা।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।