Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : 

উত্তর ইরানের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২ এ পৌঁছেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।

জালাই জানান, অগ্নিকাণ্ডে আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট এর আগে ২৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন। কেন্দ্রটিতে ৪০ জন ব্যক্তি ছিল।

সাদেঘি জানান, কেন্দ্রের ম্যানেজারসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস কাস্পিয়ান সাগরের তীরবর্তী প্রদেশ গিলানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানিয়েছে, লাঙ্গারুদ জেলার আফিম পুনর্বাসন শিবিরের একটি হিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ বিষয়ক কার্যালয়-এর বিশ্ব ড্রাগ রিপোর্টে বলা হয়েছে যে ২০২০ সালের মধ্যে আফগানিস্তান থেকে উদ্ভূত বিশ্বব্যাপী হেরোইন এবং মরফিনের ৪৭ শতাংশ জব্দ করেছে ইরান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুনের এক প্রতিবেদনে বলেছে, ইরান ‘আইনগতভাবে অন্যায় বিচারের’ পরে এই বছর মাদক সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়া কমপক্ষে ১৭৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি ছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২

প্রকাশের সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

উত্তর ইরানের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২ এ পৌঁছেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।

জালাই জানান, অগ্নিকাণ্ডে আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট এর আগে ২৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন। কেন্দ্রটিতে ৪০ জন ব্যক্তি ছিল।

সাদেঘি জানান, কেন্দ্রের ম্যানেজারসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস কাস্পিয়ান সাগরের তীরবর্তী প্রদেশ গিলানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানিয়েছে, লাঙ্গারুদ জেলার আফিম পুনর্বাসন শিবিরের একটি হিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ বিষয়ক কার্যালয়-এর বিশ্ব ড্রাগ রিপোর্টে বলা হয়েছে যে ২০২০ সালের মধ্যে আফগানিস্তান থেকে উদ্ভূত বিশ্বব্যাপী হেরোইন এবং মরফিনের ৪৭ শতাংশ জব্দ করেছে ইরান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুনের এক প্রতিবেদনে বলেছে, ইরান ‘আইনগতভাবে অন্যায় বিচারের’ পরে এই বছর মাদক সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়া কমপক্ষে ১৭৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি ছিল।