বিনোদন ডেস্ক :
বিতর্কিত পোশাকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। এবার ছোট পোশাকের কারণে উরফি জাভেদকে ‘গ্রেফতার’ করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখা যায়, একটি ক্যাফের বাইরে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন নারী পুলিশ। উরফিকে থানায় যেতে বলছেন এক পুলিশ সদস্য।
উরফি থানায় নেয়ার কারণ জিজ্ঞেস করলে এক পুলিশ সদস্য বলেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে? তাদের বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই পুলিশ সদস্য। এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। তবে তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
‘ভাইরাল ভায়ানি’ নামের এক পাপারাজ্জির ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই পড়ে গেছে। নেটিজেনদের একাংশ তার ‘গ্রেপ্তার’ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। যদিও কেউ কেউ এটিকে নিছকই ‘প্র্যাঙ্ক’ বলে উল্লেখ করেছেন।
খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে, বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।
প্রসঙ্গত, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দগি কি’সহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিকের হাত ধরে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করার পর তিনি বেশ পরিচিতি পান। সম্প্রতি টিভি শো স্পিøটসভিলার ১৪ তম সংস্করণে একজন মিসচিফ মেকার হিসেবে উপস্থিত হয়েছিলেন উরফি। তবে সবশেষে উরফি চর্চায় থাকার মূল কারণ, তার উদ্ভট ফ্যাশন সেন্স।