Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি দিলো ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি রেখে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে পথচারী নাম- নাজিম, পিতা- শামসুল হক, গ্রাম- কুসুমবাগ, থানা- চরফ্যাশন, জেলা- ভোলাকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভিতরে চেয়ারে উপর চিঠিটি রেখে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

এর আগে বিএনপি মহাসচিব বরাবর পাঠানো ইসির চিঠি দলটির প্রধান কার্যালয় নয়াপল্টনে নিয়ে যান বার্তাবাহক। তবে দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকলেও চিঠিটি গ্রহণ করেননি কেউ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠিটি নিয়ে যান। তিনি বিএনপি কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় ফেরত চলে যান।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় নয়াপল্টন কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদের চিঠিটি গ্রহণ করতে বললে তারা অস্বীকৃতি জানান।

পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

এরপর বৃহস্পতিবার বিকেলের দিকে গিয়ে একজন পথচারীকে সাক্ষী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠিটি রেখে আসেন ইসির প্রতিনিধি।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।

শনিবার (৪ নভেম্বর) ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি দিলো ইসি

প্রকাশের সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি রেখে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে পথচারী নাম- নাজিম, পিতা- শামসুল হক, গ্রাম- কুসুমবাগ, থানা- চরফ্যাশন, জেলা- ভোলাকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভিতরে চেয়ারে উপর চিঠিটি রেখে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

এর আগে বিএনপি মহাসচিব বরাবর পাঠানো ইসির চিঠি দলটির প্রধান কার্যালয় নয়াপল্টনে নিয়ে যান বার্তাবাহক। তবে দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকলেও চিঠিটি গ্রহণ করেননি কেউ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠিটি নিয়ে যান। তিনি বিএনপি কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় ফেরত চলে যান।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় নয়াপল্টন কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদের চিঠিটি গ্রহণ করতে বললে তারা অস্বীকৃতি জানান।

পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

এরপর বৃহস্পতিবার বিকেলের দিকে গিয়ে একজন পথচারীকে সাক্ষী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠিটি রেখে আসেন ইসির প্রতিনিধি।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।

শনিবার (৪ নভেম্বর) ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।