Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে অতিরিক্ত খাবার খেয়ে কৃষকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর বদলগাছীতে বাজি ধরে ২ কেজি আখের গুড়, কাঁচা মরিচ ও ২ হালি কলা খাওয়ার পর অসুস্থ হয়ে বায়েজিদ হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তির সাথে বাজিধরে গুঁড় ও কলা খেলে অসুস্থ হয়ে পড়লে সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বায়েজিদ হোসেন উপজেলার পার-আধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বায়েজিদ হোসেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বাজিধরে বিভিন্ন খাবার খাইতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারপুর এলাকায় স্থানীয় বিঠু নামে এক ব্যক্তির সাথে বায়োজিদ দুই কেজি গুড় ও ৮টি কলা একসঙ্গে খেয়ে ফেলার বাজি ধরেন। পরে এসব খাবার খেয়ে বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় আজ বুধবার সকালে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজি ধরে বিভিন্ন খাবার খেতেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

বদলগাছীতে অতিরিক্ত খাবার খেয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর বদলগাছীতে বাজি ধরে ২ কেজি আখের গুড়, কাঁচা মরিচ ও ২ হালি কলা খাওয়ার পর অসুস্থ হয়ে বায়েজিদ হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তির সাথে বাজিধরে গুঁড় ও কলা খেলে অসুস্থ হয়ে পড়লে সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বায়েজিদ হোসেন উপজেলার পার-আধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বায়েজিদ হোসেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বাজিধরে বিভিন্ন খাবার খাইতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারপুর এলাকায় স্থানীয় বিঠু নামে এক ব্যক্তির সাথে বায়োজিদ দুই কেজি গুড় ও ৮টি কলা একসঙ্গে খেয়ে ফেলার বাজি ধরেন। পরে এসব খাবার খেয়ে বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় আজ বুধবার সকালে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজি ধরে বিভিন্ন খাবার খেতেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।