Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ড্যান্স বাংলা ড্যান্স’ বিজয়ী স্নেহাশ্রিতা-রাজন্যা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এর ১২তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রোববার (২৯ অক্টোবর) রাতে। এ সিজনে যৌথভাবে বিজয়ী হয়েছেন স্নেহাশ্রিতা ও রাজন্যা।

হিন্দুস্তান টাইমস জানায়, ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল ‘ড্যান্স বাংলা ড্যান্স’। এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে নারীশক্তির জয়গান। জয়ের শেষ হাসি হাসল মেয়েরাই। ছোট ও বড়দের মধ্যে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক- শ্রাবন্তী, শুভশ্রী, পূজা এবং মৌনি। বিজয়ী হোন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমন। অন্যদিকে বড়দের মধ্যে এককভাবে জয়ী দিশা।

এই চার বিজয়ীর মধ্য থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচন করা হয় স্নেহাশ্রিতা এবং রাজন্যাকে।

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর চলতি সিজনে প্রতিযোগিদের দু’টি বিভাগে ভাগ করা হয়। প্রাপ্তবয়স্কদের দলে চূড়ান্ত আসরে জায়গা পান— স্নেহা, দিশা, প্রিয়াঙ্কা এবং ভূমিকা। অন্যদিকে ছোটদের দলে ছিলো হাম্পি-দীপান্বিতা, রাজন্যা, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি এবং পৃথ্বীরাজ।

ছোট ও বড়দের মধ্য থেকে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পূজা এবং মৌনি। শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘ছোটেদের মধ্যে বিজয়ী নির্বাচন করা ভীষণ কঠিন ছিল। পরে আমরা তিনজনকে বেছে নিয়েছি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় এ প্রতিযোগিতা। দীর্ঘ ৯ মাসের সফর শেষে চূড়ান্ত হলো বিজয়ী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

‘ড্যান্স বাংলা ড্যান্স’ বিজয়ী স্নেহাশ্রিতা-রাজন্যা

প্রকাশের সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এর ১২তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রোববার (২৯ অক্টোবর) রাতে। এ সিজনে যৌথভাবে বিজয়ী হয়েছেন স্নেহাশ্রিতা ও রাজন্যা।

হিন্দুস্তান টাইমস জানায়, ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল ‘ড্যান্স বাংলা ড্যান্স’। এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে নারীশক্তির জয়গান। জয়ের শেষ হাসি হাসল মেয়েরাই। ছোট ও বড়দের মধ্যে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক- শ্রাবন্তী, শুভশ্রী, পূজা এবং মৌনি। বিজয়ী হোন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমন। অন্যদিকে বড়দের মধ্যে এককভাবে জয়ী দিশা।

এই চার বিজয়ীর মধ্য থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচন করা হয় স্নেহাশ্রিতা এবং রাজন্যাকে।

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর চলতি সিজনে প্রতিযোগিদের দু’টি বিভাগে ভাগ করা হয়। প্রাপ্তবয়স্কদের দলে চূড়ান্ত আসরে জায়গা পান— স্নেহা, দিশা, প্রিয়াঙ্কা এবং ভূমিকা। অন্যদিকে ছোটদের দলে ছিলো হাম্পি-দীপান্বিতা, রাজন্যা, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি এবং পৃথ্বীরাজ।

ছোট ও বড়দের মধ্য থেকে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পূজা এবং মৌনি। শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘ছোটেদের মধ্যে বিজয়ী নির্বাচন করা ভীষণ কঠিন ছিল। পরে আমরা তিনজনকে বেছে নিয়েছি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় এ প্রতিযোগিতা। দীর্ঘ ৯ মাসের সফর শেষে চূড়ান্ত হলো বিজয়ী।