Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাকরাইলের রণক্ষেত্রে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতারা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইল থেকে একটু পিছু হটে নাইটেঙ্গেল মোড়ের দিকে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভবনের সামনে থেকে দাঁড়িয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

অন্যদিকে, কাকরাইলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের জেরে দুপুর ২টার দিকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কাকরাইল মসজিদের সামনের এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

দুপুরের দিকে কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।

এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।

সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কাকরাইলের রণক্ষেত্রে বিজিবি মোতায়েন

প্রকাশের সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতারা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইল থেকে একটু পিছু হটে নাইটেঙ্গেল মোড়ের দিকে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভবনের সামনে থেকে দাঁড়িয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

অন্যদিকে, কাকরাইলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের জেরে দুপুর ২টার দিকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কাকরাইল মসজিদের সামনের এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

দুপুরের দিকে কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।

এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।

সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।