Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে সভা-সমাবেশ করতে দেবে না ডিএমপি : বিপ্লব কুমার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কোনোভাবেই জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের মতো একটি তথাকথিত রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।

বিপ্লব কুমার বলেন, জামায়াত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দল। যার অধিকাংশ শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতের অতীত ইতিহাস পুলিশকে আক্রমণ করার ইতিহাস। সাধারণ মানুষের ওপর হামলার ইতিহাস রয়েছে তাদের। তাদের মতো একটি তথাকথিত রাজনৈতিক দলকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। তারা যদি মাঠে আসতে চায়, তাহলে পুলিশকে প্রতিরোধ করে মাঠে আসতে হবে।

জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছি। তাদের কোনোরকম ছাড় না, সুযোগ দেওয়া হবে না। তারা সভা-সমাবেশ করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অনেকেই ঘোষণা দিতে পারে। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া কেউ সমাবেশ করতে পারবে না। আমাদের অনুমতি ছাড়া সমাবেশ করলে সেটা বেআইনি বলে গণ্য হবে। আর বেআইনি সমাবেশ কীভাবে আটকাতে হয় পুলিশের তা জানা আছে।

এ সময় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যাকে যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তার বাইরে যদি কেউ সমাবেশ করতে চায়, তবে তা বেআইনি হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। সেই সঙ্গে সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

উল্লেখ, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। গত শুক্রবার (২০ অক্টোবর) সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় আওয়ামী লীগ। পরদিন শনিবার চিঠি দেয় বিএনপি। এর পরদিন (২২ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত।

চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চায় তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি : প্রেস সচিব

জামায়াতকে সভা-সমাবেশ করতে দেবে না ডিএমপি : বিপ্লব কুমার

প্রকাশের সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

কোনোভাবেই জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের মতো একটি তথাকথিত রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।

বিপ্লব কুমার বলেন, জামায়াত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দল। যার অধিকাংশ শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতের অতীত ইতিহাস পুলিশকে আক্রমণ করার ইতিহাস। সাধারণ মানুষের ওপর হামলার ইতিহাস রয়েছে তাদের। তাদের মতো একটি তথাকথিত রাজনৈতিক দলকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। তারা যদি মাঠে আসতে চায়, তাহলে পুলিশকে প্রতিরোধ করে মাঠে আসতে হবে।

জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছি। তাদের কোনোরকম ছাড় না, সুযোগ দেওয়া হবে না। তারা সভা-সমাবেশ করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অনেকেই ঘোষণা দিতে পারে। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া কেউ সমাবেশ করতে পারবে না। আমাদের অনুমতি ছাড়া সমাবেশ করলে সেটা বেআইনি বলে গণ্য হবে। আর বেআইনি সমাবেশ কীভাবে আটকাতে হয় পুলিশের তা জানা আছে।

এ সময় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যাকে যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তার বাইরে যদি কেউ সমাবেশ করতে চায়, তবে তা বেআইনি হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। সেই সঙ্গে সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

উল্লেখ, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। গত শুক্রবার (২০ অক্টোবর) সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় আওয়ামী লীগ। পরদিন শনিবার চিঠি দেয় বিএনপি। এর পরদিন (২২ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত।

চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চায় তারা।