Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ টাকা : রেলমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয়, সেখানে ২১ জন নিহত হয়েছিল। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটলো। এ ঘটনায় বুধবার পর্যন্ত ১৯ জন এবং আজ একজন মিলে মোট ২০ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এজজন, পঙ্গুতে ছয় জন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে একজন, রেল হাসপাতালে একজন এবং ভৈরবে একজনসহ মোট ১০ জন এ মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তাদের সুস্থ হওয়া পর্যন্ত খরচ বহন করবে রেল মন্ত্রণালয়। বাকি অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

নূরুল ইসলাম সুজন বলেছেন, সম্প্রতি ভৈরবে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পেছনে কারও নাশকতার পরিকল্পনা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি, শুধু সিগনাল আমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে কোনও নাশকতার উদ্দেশ্য আছে।

কেন নাশকতার আশঙ্কা করছেন জানতে চাইলে নূরুল ইসলাম সুজন বলেন, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখছি এছাড়াও সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কিনা। কারণ এর আগেও ২০১৩ ও ২০১৪ সালে আমরা দেখেছি, রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, স্ক্রু খুলে ফেলা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে।

তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিন জনকে বরখাস্ত করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, লোকমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। আমার প্রাইভেট সেক্রেটারিও ছিলেন সে সফরে। আরও কয়েকজন গিয়েছিলেন। ২৭ অক্টোবর পর্যন্ত আমার সেখানে অবস্থানের কথা ছিল। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে বুধবার রাতে ঢাকা এসেছি। এ মৃত্যু কাম্য নয় কখনো। যারা দোষী তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভৈরবে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ টাকা : রেলমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয়, সেখানে ২১ জন নিহত হয়েছিল। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটলো। এ ঘটনায় বুধবার পর্যন্ত ১৯ জন এবং আজ একজন মিলে মোট ২০ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এজজন, পঙ্গুতে ছয় জন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে একজন, রেল হাসপাতালে একজন এবং ভৈরবে একজনসহ মোট ১০ জন এ মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তাদের সুস্থ হওয়া পর্যন্ত খরচ বহন করবে রেল মন্ত্রণালয়। বাকি অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

নূরুল ইসলাম সুজন বলেছেন, সম্প্রতি ভৈরবে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পেছনে কারও নাশকতার পরিকল্পনা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি, শুধু সিগনাল আমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে কোনও নাশকতার উদ্দেশ্য আছে।

কেন নাশকতার আশঙ্কা করছেন জানতে চাইলে নূরুল ইসলাম সুজন বলেন, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখছি এছাড়াও সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কিনা। কারণ এর আগেও ২০১৩ ও ২০১৪ সালে আমরা দেখেছি, রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, স্ক্রু খুলে ফেলা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে।

তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিন জনকে বরখাস্ত করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, লোকমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। আমার প্রাইভেট সেক্রেটারিও ছিলেন সে সফরে। আরও কয়েকজন গিয়েছিলেন। ২৭ অক্টোবর পর্যন্ত আমার সেখানে অবস্থানের কথা ছিল। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে বুধবার রাতে ঢাকা এসেছি। এ মৃত্যু কাম্য নয় কখনো। যারা দোষী তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।