Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দেড় শতাধিক গাড়ি দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে ঘন কুয়াশার কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। সোমবার এসব দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস আহতের সেবায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের জন্য প্রার্থনারও আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কের ওপর গাড়িগুলো ভাঙারির মতো পড়ে আছে। অনেকগুলো গাড়ি স্রেফ পিষ্ট হয়ে গেছে, কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়েছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রে দেড় শতাধিক গাড়ি দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশের সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে ঘন কুয়াশার কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। সোমবার এসব দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস আহতের সেবায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের জন্য প্রার্থনারও আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কের ওপর গাড়িগুলো ভাঙারির মতো পড়ে আছে। অনেকগুলো গাড়ি স্রেফ পিষ্ট হয়ে গেছে, কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়েছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে।