Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার খেলবেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বড় ঝুঁকির শঙ্কায় খেলেননি সাকিব। মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা।

ম্যাচের আগের দিন সোমবার (২৩ অক্টোবর) মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ অক্টোবর) আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।

সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।

এদিকে আফগানদের বিপক্ষে একটি ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এবাদে শেষ তিন ম্যাচে হারের বৃত্তে রয়েছে টাইগাররা, দলের এমন ভরাডুবিতে প্রশ্ন উঠেছে ব্যাটিং ব্যর্থতা নিয়ে। তবে সংবাদ সম্মেলনে এসব কিছু নিয়ে বলেননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।

বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনো ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাঁদের, এখন নিজেদের কাজটি করার পালা। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি।

প্রথম ৪ ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন, তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না,‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।

দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেছেন, আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।

তবে সব মিলিয়ে এ ম্যাচ যে বেশ গুরুত্বপূর্ণ, সাকিব জানেন সেটি, স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই (হাসি)।

সাকিব তাই সেমিফাইনালের আশা ছাড়েননি এখনো, ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।

এমন অবস্থানে দলকে উজ্জীবিত করার কাজটিও সহজ হওয়ার কথা নয়। তবে সাকিব বলছেন, সেটির দরকারও নেই, মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম।

তাসকিন প্রসঙ্গে সাকিব বলেন, তাসকিন কালকের ম্যাচ খেলতে পারছেন না। এই ম্যাচের পর থেকে সে খেলতে পারবে। তার কাঁধে সমস্যা রয়েছে। শেষ দুই ম্যাচে ভুগছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছেন তাকে দুই ম্যাচের বিশ্রাম দেওয়ার। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তাকে আমরা সহজেই টুর্নামেন্টের মাঝপথে হারাতে চাই না। আর আমাদের হাতে তার রিপ্লেসমেন্টও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হয়েছে। আশা করছি চারটি ম্যাচ খেলতে পারবে।

১৯ মিনিটের সংবাদ সম্মেলনে সাকিব বেশ তাড়াহুড়া করেছেন। কেন করেছেন সেই উত্তর মিলেছে পরে। দৌড়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে প্যাডআপ করে তাকে ছুটতে দেখা যায় নেটে। সেখানে আগে থেকে তার অপেক্ষায় ছিল তিন থ্রোয়ার। মিনিট ত্রিশেকের মতো সেখানেই চলে তার ব্যাট-বলের ঠুকঠাক। এরপর তার রানিং এবং বোলিংয়ে হাত ঘোরানোর কথা রয়েছে।

‘আজকের ফিটনেস টেস্ট প্ল্যাস ব্যাটিংয়ে কোনো প্রবলেম হয়নি। মনে হয় না আজকেও কোনো সমস্যা হওয়ার কথা। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুল্লিাহ। কোনো ব্যাথা ছাড়া ভালোভাবে শেষ করতে পারলে গুড টু গো। ফিট টু প্লে।’ হাসিমুখেই বলেছেন সাকিব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না মানুষ, ভোগান্তিতে এলাকাবাসী

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার খেলবেন সাকিব

প্রকাশের সময় : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক  : 

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বড় ঝুঁকির শঙ্কায় খেলেননি সাকিব। মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা।

ম্যাচের আগের দিন সোমবার (২৩ অক্টোবর) মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ অক্টোবর) আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।

সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।

এদিকে আফগানদের বিপক্ষে একটি ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এবাদে শেষ তিন ম্যাচে হারের বৃত্তে রয়েছে টাইগাররা, দলের এমন ভরাডুবিতে প্রশ্ন উঠেছে ব্যাটিং ব্যর্থতা নিয়ে। তবে সংবাদ সম্মেলনে এসব কিছু নিয়ে বলেননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।

বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনো ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাঁদের, এখন নিজেদের কাজটি করার পালা। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি।

প্রথম ৪ ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন, তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না,‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।

দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেছেন, আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।

তবে সব মিলিয়ে এ ম্যাচ যে বেশ গুরুত্বপূর্ণ, সাকিব জানেন সেটি, স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই (হাসি)।

সাকিব তাই সেমিফাইনালের আশা ছাড়েননি এখনো, ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।

এমন অবস্থানে দলকে উজ্জীবিত করার কাজটিও সহজ হওয়ার কথা নয়। তবে সাকিব বলছেন, সেটির দরকারও নেই, মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম।

তাসকিন প্রসঙ্গে সাকিব বলেন, তাসকিন কালকের ম্যাচ খেলতে পারছেন না। এই ম্যাচের পর থেকে সে খেলতে পারবে। তার কাঁধে সমস্যা রয়েছে। শেষ দুই ম্যাচে ভুগছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছেন তাকে দুই ম্যাচের বিশ্রাম দেওয়ার। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তাকে আমরা সহজেই টুর্নামেন্টের মাঝপথে হারাতে চাই না। আর আমাদের হাতে তার রিপ্লেসমেন্টও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হয়েছে। আশা করছি চারটি ম্যাচ খেলতে পারবে।

১৯ মিনিটের সংবাদ সম্মেলনে সাকিব বেশ তাড়াহুড়া করেছেন। কেন করেছেন সেই উত্তর মিলেছে পরে। দৌড়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে প্যাডআপ করে তাকে ছুটতে দেখা যায় নেটে। সেখানে আগে থেকে তার অপেক্ষায় ছিল তিন থ্রোয়ার। মিনিট ত্রিশেকের মতো সেখানেই চলে তার ব্যাট-বলের ঠুকঠাক। এরপর তার রানিং এবং বোলিংয়ে হাত ঘোরানোর কথা রয়েছে।

‘আজকের ফিটনেস টেস্ট প্ল্যাস ব্যাটিংয়ে কোনো প্রবলেম হয়নি। মনে হয় না আজকেও কোনো সমস্যা হওয়ার কথা। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুল্লিাহ। কোনো ব্যাথা ছাড়া ভালোভাবে শেষ করতে পারলে গুড টু গো। ফিট টু প্লে।’ হাসিমুখেই বলেছেন সাকিব।