Dhaka শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইউনুস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) রাতে খিলগাঁও তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ইউনুস মৃধাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন।

তিনি আরও জানান, গত একদিনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারকে আদালত চত্বর থেকে আটক করে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইউনুস গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) রাতে খিলগাঁও তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ইউনুস মৃধাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন।

তিনি আরও জানান, গত একদিনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারকে আদালত চত্বর থেকে আটক করে পুলিশ।