নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ছাড়াও ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিগণ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকগণের মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা/থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ: সংশ্লিষ্ট এলাকাসমূহের নির্বাচিত দলীয় সকল জনপ্রতিনিধিগণ এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকগণের এ মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।