Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ভোরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শনিবার (২১ অক্টোবর) ভোরে ইসরায়েলি বাহিনীর এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

রাফাহ, জাবালিয়া ছাড়াও শুক্রবার রাতে রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস করার পরে ওই কিশোর নিহত হয়। বাড়িটি জেরিকোতে, পশ্চিম তীরের অন্যতম বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যা আকাবত জাবের নামে পরিচিত।

এছাড়া অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলে। গতরাতে পশ্চিমতীরের রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এসময় ২১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালনো হবে না। অবশ্য শনিবারের হামলায় যারা নিহত হয়েছেন, তারা বেসামরিক না কি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট— তা স্পষ্ট করেনি গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

গাজায় ভোরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ৩০

প্রকাশের সময় : ০১:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শনিবার (২১ অক্টোবর) ভোরে ইসরায়েলি বাহিনীর এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

রাফাহ, জাবালিয়া ছাড়াও শুক্রবার রাতে রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস করার পরে ওই কিশোর নিহত হয়। বাড়িটি জেরিকোতে, পশ্চিম তীরের অন্যতম বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যা আকাবত জাবের নামে পরিচিত।

এছাড়া অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলে। গতরাতে পশ্চিমতীরের রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এসময় ২১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালনো হবে না। অবশ্য শনিবারের হামলায় যারা নিহত হয়েছেন, তারা বেসামরিক না কি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট— তা স্পষ্ট করেনি গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।