Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের গাড়ি বিক্রি করবেন অনন্ত জলিল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ২৪৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্রের প্রচার, কোম্পানির নিয়োগের বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে দিয়ে থাকেন অনন্ত জলিল। এবার তিনি সেখানে জানালেন, গাড়ি বিক্রি করবেন। দুটি গাড়ি বিক্রি করবেন অনন্ত জলিল।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে ব্যবহৃত গাড়ি দুটির ছবি ও ভিডিও দিয়েছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, আমার নিজের দুটি গাড়ি বিক্রি হবে। যার একটি টয়োটা লেক্সাস ও অন্যটি হুন্দাই ব্র্যান্ডের।

অনন্ত জলিলের সেই পোস্টে দেখা গেছে, ২০০৪ সালের মডেলের একটি টয়োটা জিপ গাড়ি বিক্রি করতে চান তিনি। এছাড়াও ২০১৫ সালের হুন্দাই মডেলের একটি মাইক্রোবাসও বিক্রি করবেন এই অভিনেতা।

হঠাৎ কেন গাড়ি বিক্রি করছেন অনন্ত? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, দুটি গাড়িই অনন্ত জলিল ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহৃত করতেন। এর মধ্যে একটি তার দুই সন্তানকে আনা নেওয়া এবং অন্যটি বিভিন্ন শুটিংয়ের জন্য কাজে লাগাতেন। নতুন গাড়ির নেওয়ার জন্যই এগুলো বিক্রি করে দিচ্ছেন তিনি।

অনন্ত জলিলের সবশেষে মুক্তি প্রাপ্ত ছবি ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এটির প্রযোজক ও পরিচালক করেছেন মো. ইকবাল। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে বরাবরের মতোই ছিলেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

নিজের গাড়ি বিক্রি করবেন অনন্ত জলিল

প্রকাশের সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্রের প্রচার, কোম্পানির নিয়োগের বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে দিয়ে থাকেন অনন্ত জলিল। এবার তিনি সেখানে জানালেন, গাড়ি বিক্রি করবেন। দুটি গাড়ি বিক্রি করবেন অনন্ত জলিল।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে ব্যবহৃত গাড়ি দুটির ছবি ও ভিডিও দিয়েছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, আমার নিজের দুটি গাড়ি বিক্রি হবে। যার একটি টয়োটা লেক্সাস ও অন্যটি হুন্দাই ব্র্যান্ডের।

অনন্ত জলিলের সেই পোস্টে দেখা গেছে, ২০০৪ সালের মডেলের একটি টয়োটা জিপ গাড়ি বিক্রি করতে চান তিনি। এছাড়াও ২০১৫ সালের হুন্দাই মডেলের একটি মাইক্রোবাসও বিক্রি করবেন এই অভিনেতা।

হঠাৎ কেন গাড়ি বিক্রি করছেন অনন্ত? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, দুটি গাড়িই অনন্ত জলিল ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহৃত করতেন। এর মধ্যে একটি তার দুই সন্তানকে আনা নেওয়া এবং অন্যটি বিভিন্ন শুটিংয়ের জন্য কাজে লাগাতেন। নতুন গাড়ির নেওয়ার জন্যই এগুলো বিক্রি করে দিচ্ছেন তিনি।

অনন্ত জলিলের সবশেষে মুক্তি প্রাপ্ত ছবি ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এটির প্রযোজক ও পরিচালক করেছেন মো. ইকবাল। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে বরাবরের মতোই ছিলেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।