Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সালমান খানের সিনেমায় অরিজিৎতের গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ঘটনা সবাই জানতেন। সালমানের সিনেমায় যে অরিজিৎ সিং একরকম নিষিদ্ধ, সে কথা জানতে কারও বাকি ছিল না। তবে অভিনয় ও গানের দুই তারকার সম্পর্কের বরফ গলেছে।

সালমানের নতুন সিনেমা ‘টাইগার ৩’-তে গেয়েছেন অরিজিৎ সিং। আর সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সালমান।

ভারতীয় গণমাধ্যম কিছুদিন আগে জানায়, সালমান ও অরিজিৎ সিংয়ের মধ্যে মান-অভিমান কেটে গেছে।

অরিজিৎ নাকি অভিনেতার কাছে ক্ষমা চেয়েছেন এমন খবরও জানা যায়। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সালমানের বাড়িতে গিয়েছেন অরিজিৎ—এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। সালমানের নতুন ঘোষণা প্রমাণ করল সে খবরের সত্যতা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন সালমান। সেখানে তিনি জানান, ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার ৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভুকা নাম’। সেই গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, হিট গানের জন্য বিবাদ মিটিয়ে সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হলো ভাইজানকে।

সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে ঝামেলার সূত্রপাত ২০১৪ সালে। তখন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গায়কের ওপর চটে যান সালমান। ঘটনার পর অরিজিৎ দুঃখ প্রকাশ করেও পার পাননি। সালমানের সিনেমায় অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে ছিলেন। এরপর অনেকবার তাঁদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর অনেক জল গড়িয়েছে। সালমানের ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় অরিজিৎ সিংয়ের গান। ২০১৬ সালে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ‘সুলতান’-এ তার গাওয়া গান রাখার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু কিছুতেই চিড়ে ভিজেনি।

সম্প্রতি অরিজিৎ সিংকে দেখা গিয়েছিল সালমান খানের বাসভবনে যেতে। তখনই নেটিজেনরা ধারণা করেছিলেন এই দুই তারকার মধ্যে ঝামেলা মিটে গেছে। এবার সেটাই সত্য বলে জানালেন সালমান নিজেই।

অবশেষে আজ তা সত্যি হলো। দুই তারকার ভক্তরা এখন আছেন গানটি শোনার অপেক্ষায়। সালমানের সঙ্গে গানটিতে পর্দায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সালমান খানের সিনেমায় অরিজিৎতের গান

প্রকাশের সময় : ১০:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ঘটনা সবাই জানতেন। সালমানের সিনেমায় যে অরিজিৎ সিং একরকম নিষিদ্ধ, সে কথা জানতে কারও বাকি ছিল না। তবে অভিনয় ও গানের দুই তারকার সম্পর্কের বরফ গলেছে।

সালমানের নতুন সিনেমা ‘টাইগার ৩’-তে গেয়েছেন অরিজিৎ সিং। আর সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সালমান।

ভারতীয় গণমাধ্যম কিছুদিন আগে জানায়, সালমান ও অরিজিৎ সিংয়ের মধ্যে মান-অভিমান কেটে গেছে।

অরিজিৎ নাকি অভিনেতার কাছে ক্ষমা চেয়েছেন এমন খবরও জানা যায়। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সালমানের বাড়িতে গিয়েছেন অরিজিৎ—এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। সালমানের নতুন ঘোষণা প্রমাণ করল সে খবরের সত্যতা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন সালমান। সেখানে তিনি জানান, ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার ৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভুকা নাম’। সেই গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, হিট গানের জন্য বিবাদ মিটিয়ে সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হলো ভাইজানকে।

সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে ঝামেলার সূত্রপাত ২০১৪ সালে। তখন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গায়কের ওপর চটে যান সালমান। ঘটনার পর অরিজিৎ দুঃখ প্রকাশ করেও পার পাননি। সালমানের সিনেমায় অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে ছিলেন। এরপর অনেকবার তাঁদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর অনেক জল গড়িয়েছে। সালমানের ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় অরিজিৎ সিংয়ের গান। ২০১৬ সালে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ‘সুলতান’-এ তার গাওয়া গান রাখার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু কিছুতেই চিড়ে ভিজেনি।

সম্প্রতি অরিজিৎ সিংকে দেখা গিয়েছিল সালমান খানের বাসভবনে যেতে। তখনই নেটিজেনরা ধারণা করেছিলেন এই দুই তারকার মধ্যে ঝামেলা মিটে গেছে। এবার সেটাই সত্য বলে জানালেন সালমান নিজেই।

অবশেষে আজ তা সত্যি হলো। দুই তারকার ভক্তরা এখন আছেন গানটি শোনার অপেক্ষায়। সালমানের সঙ্গে গানটিতে পর্দায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।