Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আরশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফারিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শোবিজে বেশ আলোচিত নাম ফারিন খান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায়ও আছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ফারিন অভিনিত নাটক ‘প্রাণ দিতে চাই’। এতে তার বিপরীতে আছেন আরশ খান। গুঞ্জন রয়েছে পর্দার বাইরেও আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক ফারিনের। এবার বিষয়টি মুখ খুললেন তিনি।

আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না জানতে চাইলে ফারিন বলেন, ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প বেরিয়ে পড়ে। সত্য-মিথ্যা কেউ যাচাই করে না। আরশের সঙ্গে যেহেতু পরপর কয়েকটি কাজ করেছি, তাই আমাদেরকে নিয়েও এই গুঞ্জন ছড়িয়েছে।’

তিনি আরও বলেন, আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করে যেটি আমার বেলায় হয়েছে। তবে একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।

ফেসবুকে ছবি দেখে এক ফটোগ্রাফার মডেলিংয়ের জন্য প্রস্তাব দেন ফারিন খানকে। এটি ছিল বৈশাখের পোশাকের একটি শুট। এ ফটোশুটে অংশ নেওয়ার মাধ্যমে প্রথমবার পেশাদার মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর বেশ কিছু নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন ফারিন; হেঁটেছেন র‌্যাম্পে। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারিনের কয়েকটি ছবি। ‘আয়না’ ও ‘ফেসবুক’ নামের দুটি ছবির কাজ শেষ হয়েছে। তবে এখনও মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

আরশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফারিন

প্রকাশের সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

শোবিজে বেশ আলোচিত নাম ফারিন খান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায়ও আছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ফারিন অভিনিত নাটক ‘প্রাণ দিতে চাই’। এতে তার বিপরীতে আছেন আরশ খান। গুঞ্জন রয়েছে পর্দার বাইরেও আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক ফারিনের। এবার বিষয়টি মুখ খুললেন তিনি।

আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না জানতে চাইলে ফারিন বলেন, ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প বেরিয়ে পড়ে। সত্য-মিথ্যা কেউ যাচাই করে না। আরশের সঙ্গে যেহেতু পরপর কয়েকটি কাজ করেছি, তাই আমাদেরকে নিয়েও এই গুঞ্জন ছড়িয়েছে।’

তিনি আরও বলেন, আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করে যেটি আমার বেলায় হয়েছে। তবে একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।

ফেসবুকে ছবি দেখে এক ফটোগ্রাফার মডেলিংয়ের জন্য প্রস্তাব দেন ফারিন খানকে। এটি ছিল বৈশাখের পোশাকের একটি শুট। এ ফটোশুটে অংশ নেওয়ার মাধ্যমে প্রথমবার পেশাদার মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর বেশ কিছু নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন ফারিন; হেঁটেছেন র‌্যাম্পে। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারিনের কয়েকটি ছবি। ‘আয়না’ ও ‘ফেসবুক’ নামের দুটি ছবির কাজ শেষ হয়েছে। তবে এখনও মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।