Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এসময় রোনালদিনহোকে প্রধানমন্ত্রী বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দিলেন রোনালদিনহো

এসময় রোনালদিনহো ক্রীড়াক্ষেত্রে অসামান্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবারও হোটেল রেডিসনে ফিরে যান রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিম ইকবালও রোনালদিনহোর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

1

এর আগে বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো।

কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। থাকবেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন নিজ দেশে।

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৯:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এসময় রোনালদিনহোকে প্রধানমন্ত্রী বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দিলেন রোনালদিনহো

এসময় রোনালদিনহো ক্রীড়াক্ষেত্রে অসামান্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবারও হোটেল রেডিসনে ফিরে যান রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিম ইকবালও রোনালদিনহোর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

1

এর আগে বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো।

কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। থাকবেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন নিজ দেশে।

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।