আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের হেরাত প্রদেশে আবারও ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। এর গভীরতা ছিল চার মাইল। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর আসেনি। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।
হেরাত প্রদেশের রাজধানী শহর থেকে ৩৩ কিলোমিটার পশ্চিমাঞ্চলে রোববারের ভূমিকম্পটি অনুভূত হয়। হেরাতের একই এলাকায় গত কয়েকদিনের ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
গত সপ্তাহে উত্তর-পশ্চিম আফগানিস্তানের ভূমিকম্পে এরই মধ্যে নিহত ও আহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সম্প্রতি দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক বলেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘর-বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।
সায়েক জানিয়েছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বের করার জন্য উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েছে বলে আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মৃত ও আহতদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে।
গত ৭ অক্টোবর একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেশটিতে এক হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভূমিকম্পে নিহতদের ৯০ শতাংশই নারী ও শিশু।
তালেবানের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছিলেন, আঘাত হানা ভূমিকম্পে রাজ্যজুড়ে দুই হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। তবে পরবর্তী সময়ে এই প্রাণহানির সংখ্যা কম বলে জানানো হয়েছে। ৭ অক্টোবরে আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জেন্দা জান জেলার।