টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
সরকারের উন্নয়নমূলক শোভাযাত্রার প্রস্তুতিসভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে টাঙ্গাইলের বাসাইলে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের আয়োজন করতে চান শোভাযাত্রা। এ জন্য শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শোভাযাত্রার প্রস্তুতিসভা ডাকা হয়। সেখানে চলে চেয়ার ভাঙচুর, ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের উপস্থিতিতেই পরে সভা করে নেতাকর্মীরা।
জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক শোভাযাত্রার প্রস্তুতি সভা আহবান করেন। সভা শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস ও সাধারণ সম্পাদক মির্জা রাজিকের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে গিয়ে শেষ হয়।
এক পর্যায়ে প্রস্তুতি সভার আয়োজনে ব্যবহৃত কয়েকটি চেয়ার ভাঙচুর করে নেতাকর্মীরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে উন্নয়ন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস বলেন, কাজী অলিদ ইসলাম আওয়ামী লীগের কেউ না। তিনি বিদ্রোহী নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতবেক উন্নয়নমূলক শান্তি সমাবেশ করার লক্ষ্যে প্রস্তুতি সভা করছিলাম। আমাদের সভা শুরুর দেড় ঘণ্টা আগে সভাপতি মতিয়ার রহমান গাউস ও সাধারণ সম্পাদক মির্জা রাজিকের নেতৃত্বে বিএনপি নেতা বাদলের লোকজন চেয়ার ভাঙচুর করে। এ সময় আমাদের লোকজন উপস্থিত হলে তারা চলে যায়। পরে আমরা যথারীতি প্রস্তুতি সভা করেছি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, দুই গ্রুপরে উত্তেজনার খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর পূর্বে কয়েকটি চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার কথা শুনেছি। এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।