নিজস্ব প্রতিবেদক :
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এসময় সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন তার স্ত্রী এবং একজন কর্মকর্তা।
শনিবার (১৪ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আজ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের অংশ হিসেবে বিমান বাহিনীর ২টি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং ‘সি চেক’) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ২১ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলেও আইএসপিআর জানিয়েছে।