স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে খেলেননি দুটি প্রস্তুতি ম্যাচেও। সেই চোট খুব একটা গুরুতর না হওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পেরেছিলেন। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের নতুন চোট বাম ঊরুতে।
ঊরুর চোট সামলে ১০ ওভার বোলিং করলেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি সাকিব। তাঁর জায়গায় এসেছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন। সাকিবের চোটের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন এই ব্যাটসম্যান।
বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরেই হাসপাতেলর উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে ম্যাচ পরবর্তী কনফারেন্সে তিনি আসতে পারেননি।
নাজমুল জানিয়েছেন, স্ক্যান করতে গেছেন সাকিব। স্ক্যান শেষে তাঁর চোট সম্পর্কে জানা যাবে।
নাজমুল বিস্তারিত না বললেও জানা গেছে, ঊরুতে চোট পেয়েছেন সাকিব। এ ছাড়া ম্যাচের আগে থেকে তিনি হালকা জ্বরে ভুগছিলেন।
আজ ব্যাটিংয়ে ২৫ রানে অপরাজিত থাকার সময় চোট অনুভব করেন সাকিব। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবারও তিনি ব্যাটিং শুরু করেন।
চোটের কারণে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারবেন না ভেবেই হয়তো তখন থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। পরের ৬ বলে নেন ১৬ রান। তবে লকি ফার্গুসনের বাউন্সারে পুল করতে গিয়ে এজড হয়ে উইকেটকিপার টম ল্যাথামের ক্যাচে পরিণত হন। এভাবে আউট হওয়ার পর সাকিব আর মাঠে নামতে পারেন কি না সেটা নিয়েই শঙ্কা ছিল।
তবে সেই শঙ্কা উড়িয়ে সাকিব বোলিং ইনিংসে শুরু থেকেই মাঠে ছিলেন। ফিল্ডিংয়ে দাঁড়ান স্লিপে। আর বোলিংয়ে আসেন ইনিংসের ১৫তম ওভারে। চোটের কারণে বল করতেও কিছুটা সমস্যা লক্ষ্য করা গেছে। তবে এমন পরিস্থিতেও কিউই ওপেনার ডেভন কনওয়েকেও আউট করেন সাকিব। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে সাকিব নেন ১ উইকেটই। বোলিং কোটা শেষ করেই মাঠে ছেড়ে যান সাকিব। ম্যাচের শেষ দিকের আনুষ্ঠানিকতা সারেন সহ-অধিনায়ক নাজমুল হাসান।
তবে ম্যাচ শেষ না হতেই সাকিব মাঠ ছাড়াই কিছুটা শঙ্কা তৈরি হয়েছে পরের ম্যাচে টাইগার অধিনায়ককে পাওয়া নিয়ে। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ।