বিনোদন ডেস্ক :
দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। রোববার (৮ অক্টোবর) ‘ডোডোর গল্প’ সিনেমারে শুটিংয়ের জন্য দাড়িয়েছিলেন ক্যামেরার সামনে। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পরেছেন পরীমণি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে অসুস্থতার কথা জানান পরীমণি। লেখেন, হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। সবাই দোয়া করবেন।
হাসপাতালে পরীমণির সঙ্গে তার ছেলে রাজ্য রয়েছে। একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। তার বাঁ হাতে স্যালাইন চলছে। ছোট্ট রাজ্য তার পাশে বসে ক্যানোলা লাগানো স্থানে ফুঁ দিচ্ছেন।
এছাড়া একপর্যায়ে ছেলে রাজ্যকে ঘুমানোর জন্য ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে শোনান পরীমণি।
এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন আমার জীবনের শান্তি! আমি তোমার মতো বাজান পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।
এর আগে, চলতি বছরের মে মাসে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। এরপর গেল আগস্ট মাসেও একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই অভিনেত্রীকে।
এদিকে পরীমণি দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন ৮ অক্টোবর দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।