Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘খুফিয়া’র ট্রেলার প্রকাশ পেতেই সহকর্মী ও অনুরাগীদের প্রশংসায় ভেসেছিলেন আজমেরি হক বাঁধন। গোটা দেশ ছিল সিনেমাটির মুক্তির অপেক্ষায়। বাংলাদেশিকন্যার বলিউড যাত্রা কেমন হলো দেখতে সবার পাখির চোখ ছিল নেটফ্লিক্সে।

অপেক্ষার অবসান ঘটেছে। ৫ অক্টোবর মুক্তির পরই নেটফ্লিক্সে মৌমাছির মতো ভিড় করেছেন দেশের দর্শক। বাঁধনের অভিনয় দেখে অনেকে প্রশংসা করলেও একটি অংশ নাখোশ। টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বাঁধনকে। সমকামী চরিত্রে অভিনয় করায় বাঁধনের সমালোচনায় মেতেছেন তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, সমকামী চরিত্রে অভিনয় করে পরিবারের প্রশংসা পেয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, এই সিনেমার ‘খুফিয়া’ সিনেমার টিম ভীষণ পেশাদার। পেশাদারিত্বের সঙ্গেই কাজটি হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেওয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম, আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। তা ছাড়া মুভমেন্ট, কতটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।

দর্শকদের প্রতিক্রিয়া যুক্ত করে বাঁধন বলেন, বাংলাদেশে আমার যে দর্শক, তাদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকী ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের পছন্দ হয়েছে। এটা নিয়েই বেশি চর্চা হচ্ছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণ কাব্যিক। এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তারা অনেক বেশি প্রগতিশীল ও সংবেদনশীল। আর তারা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। তাতে আমি খুশি।

টাবুর সঙ্গে রসায়ন নিয়ে তিনি আরও বলেন, দুর্দান্ত। আমার পরিবার, কাছের বন্ধু-বান্ধব সবাই আমার সিদ্ধান্ত, অভিনয়ের প্রশংসা করেছেন। আসলে বিশাল ভরদ্বাজ এই প্রেমটা কাব্যিকভাবে তুলে ধরেছেন। আর টাবু তো অবশ্যই এখানে বড় ফ্যাক্টর। এসব কিছুতেই আমার পরিবার বন্ধু-বান্ধবরা বেশ মুগ্ধ। অনেকেই আমার অনেক ডায়ালগ মুখস্থ করে ফেলেছেন, এটা একটা ভালো লাগার জায়গা, অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে একটি পাওয়া।

৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’। এতে অক্টোপাস চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এ ছবিতে বাঁধন-টাবু ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন বাঁধন

প্রকাশের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

‘খুফিয়া’র ট্রেলার প্রকাশ পেতেই সহকর্মী ও অনুরাগীদের প্রশংসায় ভেসেছিলেন আজমেরি হক বাঁধন। গোটা দেশ ছিল সিনেমাটির মুক্তির অপেক্ষায়। বাংলাদেশিকন্যার বলিউড যাত্রা কেমন হলো দেখতে সবার পাখির চোখ ছিল নেটফ্লিক্সে।

অপেক্ষার অবসান ঘটেছে। ৫ অক্টোবর মুক্তির পরই নেটফ্লিক্সে মৌমাছির মতো ভিড় করেছেন দেশের দর্শক। বাঁধনের অভিনয় দেখে অনেকে প্রশংসা করলেও একটি অংশ নাখোশ। টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বাঁধনকে। সমকামী চরিত্রে অভিনয় করায় বাঁধনের সমালোচনায় মেতেছেন তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, সমকামী চরিত্রে অভিনয় করে পরিবারের প্রশংসা পেয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, এই সিনেমার ‘খুফিয়া’ সিনেমার টিম ভীষণ পেশাদার। পেশাদারিত্বের সঙ্গেই কাজটি হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেওয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম, আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। তা ছাড়া মুভমেন্ট, কতটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।

দর্শকদের প্রতিক্রিয়া যুক্ত করে বাঁধন বলেন, বাংলাদেশে আমার যে দর্শক, তাদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকী ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের পছন্দ হয়েছে। এটা নিয়েই বেশি চর্চা হচ্ছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণ কাব্যিক। এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তারা অনেক বেশি প্রগতিশীল ও সংবেদনশীল। আর তারা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। তাতে আমি খুশি।

টাবুর সঙ্গে রসায়ন নিয়ে তিনি আরও বলেন, দুর্দান্ত। আমার পরিবার, কাছের বন্ধু-বান্ধব সবাই আমার সিদ্ধান্ত, অভিনয়ের প্রশংসা করেছেন। আসলে বিশাল ভরদ্বাজ এই প্রেমটা কাব্যিকভাবে তুলে ধরেছেন। আর টাবু তো অবশ্যই এখানে বড় ফ্যাক্টর। এসব কিছুতেই আমার পরিবার বন্ধু-বান্ধবরা বেশ মুগ্ধ। অনেকেই আমার অনেক ডায়ালগ মুখস্থ করে ফেলেছেন, এটা একটা ভালো লাগার জায়গা, অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে একটি পাওয়া।

৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’। এতে অক্টোপাস চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এ ছবিতে বাঁধন-টাবু ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।