Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে শুভমান গিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেনিং করার কথা ছিল শুভমান গিলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাঠে নামা হয়নি তরুণ এই ওপেনারের। শোনা যাচ্ছে, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না গিলকে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না তরুণ ওপেনার গিল। সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এবার ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এবং আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত ও পাকিস্তান মহারণ।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর থেকে ভারতের মেডিকেল দলের অধীনে আছেন গিল। বিসিসিআই জানিয়েছিলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষেও গিলকে পাচ্ছে না তারা। তবে পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লাটিলেটের পরিমাণ বেশ কমে গেছ।

এদিকে গিল না থাকায় তাঁর পরিবর্তে কাউকে দলে নেয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলের সুস্থ হয় মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তাই তাঁর পরিবর্তে ব্যাক আপ হিসেবে কাউকে দলে নেয়ার প্রয়োজন আছে কিনা তা নিয়ে আলোচনা করা হবে। এই বিশ্বকাপে গিল আর খেলতে পারবেন কিনা তা নিয়েও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই আলোচনা করা হবেও জানা গেছে।

এদিকে শেষ পর্যন্ত গিল যদি দলে নাই থাকেন তবে কে আসবেন তাঁর পরিবর্তে। এ তালিকায় সবার আগে শোনা যাচ্ছে রুতুরাজ গায়কোয়াড় এবং যশ্বসী জয়সোয়াল। দলের চাহিদা অনুযায়ী যে কোনো কজনকে দলে নেয়া হতে পারে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ

হাসপাতালে শুভমান গিল

প্রকাশের সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেনিং করার কথা ছিল শুভমান গিলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাঠে নামা হয়নি তরুণ এই ওপেনারের। শোনা যাচ্ছে, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না গিলকে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না তরুণ ওপেনার গিল। সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এবার ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এবং আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত ও পাকিস্তান মহারণ।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর থেকে ভারতের মেডিকেল দলের অধীনে আছেন গিল। বিসিসিআই জানিয়েছিলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষেও গিলকে পাচ্ছে না তারা। তবে পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লাটিলেটের পরিমাণ বেশ কমে গেছ।

এদিকে গিল না থাকায় তাঁর পরিবর্তে কাউকে দলে নেয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলের সুস্থ হয় মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তাই তাঁর পরিবর্তে ব্যাক আপ হিসেবে কাউকে দলে নেয়ার প্রয়োজন আছে কিনা তা নিয়ে আলোচনা করা হবে। এই বিশ্বকাপে গিল আর খেলতে পারবেন কিনা তা নিয়েও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই আলোচনা করা হবেও জানা গেছে।

এদিকে শেষ পর্যন্ত গিল যদি দলে নাই থাকেন তবে কে আসবেন তাঁর পরিবর্তে। এ তালিকায় সবার আগে শোনা যাচ্ছে রুতুরাজ গায়কোয়াড় এবং যশ্বসী জয়সোয়াল। দলের চাহিদা অনুযায়ী যে কোনো কজনকে দলে নেয়া হতে পারে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন।