নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. মেহেদী (২৩), মো. জুয়েল (২১), মো. সিয়াম (২০) আব্দুল মোমিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২৪)।
তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহতদের হাসপাতালে নেওয়া সুপারভাইজার আনিসুর রহমান জানান, তারা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন তারা। এ সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই পাঁচজনের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই একটি বিস্ফোরণ হয়। এতে তাদের সবার শরীর কম-বেশি ঝলসে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।
তিনি বলেন, সকাল পৌনে আটটার দিকে মানিকদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে মেহেদী হাসানের শরীরের ৫ শতাংশ, জুয়েলের ৮ শতাংশ, দেলোয়ারের ২০, আব্দুল মমিনের ১৫ ও সিয়ামের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
এদের মধ্যে দুইজনকে ভর্তি দেওয়া হয়েছে, বাকিদের অবজারভেশনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তারা সবাই ওয়াসার শ্রমিক ছিল বলে জানতে পেরেছি। সকালে কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে দগ্ধ হন তারা। তাদের সবার বাড়ি বগুড়ায়।