Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পিংকু-সাজু

গোলাম ফারুক পিঙ্কু ও শাহজাহান আলম সাজু

নিজস্ব প্রতিবেদক :

দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছেন। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা পেয়েছেন মো. গোলাম ফারুক পিংকু। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা পেয়েছেন শাজাহান আলম সাজু।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের নাম সাংবাদিকদের জানান।

সভায় সংসদীয় বোর্ডের অন্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ ও ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আসন দুটিতে শুক্রবার (৬ অক্টোবর) ও শনিবার (৭ অক্টোবর) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ১ অক্টোবর সংসদ সচিবালয় আসন দুটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে মঙ্গলবার (৩ অক্টোবর) দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, ১১ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, আপিল শুনানি ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।

আবহাওয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

দুই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পিংকু-সাজু

প্রকাশের সময় : ০৯:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছেন। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা পেয়েছেন মো. গোলাম ফারুক পিংকু। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা পেয়েছেন শাজাহান আলম সাজু।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের নাম সাংবাদিকদের জানান।

সভায় সংসদীয় বোর্ডের অন্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ ও ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আসন দুটিতে শুক্রবার (৬ অক্টোবর) ও শনিবার (৭ অক্টোবর) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ১ অক্টোবর সংসদ সচিবালয় আসন দুটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে মঙ্গলবার (৩ অক্টোবর) দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, ১১ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, আপিল শুনানি ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।