রাজবাড়ী জেলা প্রতিনিধি :
পদ্মা সেতু দিয়ে চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপ করায় রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ।
রাতুল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০ অক্টোবর পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে আসার সময় শুক্রবার সকালে পাংশার কালিকাপুরে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। একটি পাথর ট্রেনের নিচে লাগে ও অপরটি ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাসে লেগে ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।