বিনোদন ডেস্ক :
বলিউড নায়ক সালমান খান ও গায়ক অরিজিৎ সিংয়ের মধ্যে দীর্ঘ ৯ বছর ধরে চলমান বিবাদের অবসান হতে যাচ্ছে-এমনই আভাস মিলছে। বলিউডের সদরে-অন্দরে এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এখন তুঙ্গে। এক সময় অরিজিতকে চিনতে অস্বীকার করেন যে সালমান, তার বাড়িতেই বুধবার রাতে অরিজিতকে দেখা গেছে।
জানা গেছে, সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বুধবার (৪ অক্টোবর) রাতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। নিমেষে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয় সালমান খানের একটি ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, সালমানের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’
এ ভিডিও প্রকাশ্যে আসতে কেউ কেউ বলছেন ‘টাইগার-৩’ এর জন্য কোনো গান গাইতে চলেছেন অরিজিৎ, কারও মতে করণ জোহরের সঙ্গে যে সিনেমাটি করছেন সালমান সেটি নিয়েই হয়তো এ বৈঠক। একটা সময় এ অরিজিতকে নিজের একের পর এক সিনেমা থেকে বাদ দেন সালমান।
সালমানের বাড়ির সামনে অরিজিৎ এর গাড়ি এই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের মধ্যে শোরগোল। কেউ কেউ বললেন, তাহলে ভাইজান এবার রাজি হলেন। আবার কেউ বললেন, অরিজিৎ ছাড়া ছবির গান হিট হওয়া সম্ভব না, একথা বুঝে গিয়েছেন তিনি। তাহলে কি প্রযোজক আদিত্য চোপড়ার নজরেই এই অসাধ্য সাধন হল? এ তো সময় বলবে!
অরিজিৎ এর সঙ্গে সালমানের বিবাদ দীর্ঘদিনের। এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চ থেকেই শুরু হয়েছিল সেই ঘটনা। একদম সাধারণ, নিজস্ব সত্ত্বা বজায় রেখেই অরিজিৎ পৌঁছে যান পুরস্কারের মঞ্চে। শুরুর দিকে সেসময়, তুম হি গানের জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান খান। বিজয়ী হিসেবে অরিজিৎ এর নাম ঘোষণা হতেও তিনি উঠে যাননি। বেশ কিছু সময় পর অরিজিৎ উঠে গিয়ে পুরস্কার নেন। চোখে মুখে ঘুম, ঘুমিয়ে পড়েছিলেন গায়ক। সেই ছাপ নজর এড়ায়নি সালমানের। তাই তো তিনি সোজা জিজ্ঞেস করেছিলেন, ঘুমিয়ে পড়েছিলে নাকি? আর গায়ক? তিনি হাসির ছলেই বলেন কী করব আর? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন তো।
সেদিন, এই উত্তর পেয়ে অরিজিৎকে মোটেই লায় দেননি তিনি। বরং গায়কের সঙ্গে প্রকাশ্যে শুরু করেন শত্রুতা। তার একের পর এক ছবি থেকে বাদ দিতে থাকেন। অরিজিৎ একবার, তার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। কিন্তু তাতেও সালমান এর তরফে কোনও আশানুরূপ কিছু শোনা যায়নি। তবে, আজ দীর্ঘদিন পর সেই নজর গলেছে। ঠিক কী কারণে ভাইজানের বাড়িতে গিয়েছিলেন অরিজিৎ, সেকথা অজানা। তবে, নতুন এবং ভাল কিছুর আশা করছেন ভক্তরা।
এমনিতেই বলিউডে ধারণা রয়েছে, সালমানকে ক্ষেপিয়ে নাকি সেখানে টেকা যায় না। যদিও সেই ধারণা ভেঙেছেন অরিজিৎ। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— প্রায় সবার সিনেমাতেই কণ্ঠ দিয়েছেন এ গায়ক। সম্প্রতি ভারতের ১ নম্বর গায়কের তকমা পেয়েছেন অরিজিৎ।