Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই : নুর

নিজস্ব প্রতিবেদক : 

মিছিলে না গেলে শিক্ষার্থীদের পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

তিনি  বলেন, আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরী থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।

আবহাওয়া

ফ্যাসিস্ট পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ : তারেক রহমান

বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই : নুর

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

মিছিলে না গেলে শিক্ষার্থীদের পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

তিনি  বলেন, আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরী থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।