স্পোর্টস ডেস্ক :
চোটে পড়ায় সাকিব আল হাসানের খেলা হয়নি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শুরুর ম্যাচও সাকিব খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এ ব্যাপারে ‘সুখবর’ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় সাকিবের কথা জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, তিনি শতভাগ সুস্থ। প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন।
আর প্রথমে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, আমরা প্রথমে ব্যাট করব। উইকেটটা দারুণ মনে হচ্ছে। প্রথমে ব্যাটিং পাওয়া দারুণ এক সুযোগ।
এর আগে একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবার ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ জিতে গেছে ৮ ওভার বাকি রেখেই। লঙ্কানদের বিপক্ষে অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।
বিশ্বকাপের ডামাডোল বেজে উঠেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই বাজনার সপ্তসুরে কাঁপছে বাংলাদেশও। বড় স্বপ্ন নিয়ে বৈশ্বিক আসরের এই টুর্নামেন্টের প্রথম পর্বে ৯টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
আগামী ৭ অক্টোবর বেলা ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর একে একে ইংল্যান্ড (১০ অক্টোবর), নিউজিল্যান্ড (১৩ অক্টোবর), ভারত (১৯ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২৪ অক্টোবর), নেদারল্যান্ডস (২৮ অক্টোবর), পাকিস্তান (৩১ অক্টোবর), শ্রীলঙ্কা (৬ নভেম্বর) ও অস্ট্রেলিয়ার (১১ নভেম্বর) মুখোমুখি হবে টাইগার বাহিনী।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর দুপুর আড়াইটায়।