বিনোদন ডেস্ক :
মেয়ে ভামিকা কোহলির বয়স দুই বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা দম্পতি। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত এই দম্পতি। ভেতরের খবর অনুযায়ী, আনুশকা শর্মার এটা দ্বিতীয় ট্রাইমেস্টার চলছে।
শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে। গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি।
তারকা জুটির ঘনিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে, আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আগেরবারের মতো এবারেও তারা নিজেদের এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না।
এই বিষয়ে তাদের সেই ঘনিষ্ট সূত্র জানিয়েছে, এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়। তিনি পাবলিকের নজর এড়িয়ে চলার জন্যই প্রকাশ্যে আসছেন না। এমনকি আনুশকা এখন তার বরের সঙ্গেও কোনও ম্যাচ দেখতে যাচ্ছেন না, বা তার সঙ্গে অন্যত্র কোথাও বেড়াতে যাচ্ছেন না। সবটাই দুনিয়ার নজর থেকে নিজেকে এই সময় আড়াল রাখার জন্য।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেই সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। এবং পাশাপাশি এ ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটেছে।
সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মত এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।
সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা ছিল আনুশকার।
২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। এরপর ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। ওই বছর ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের খবর শেয়ার করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। সে সময় তিনি লিখেছিলেন, ‘আজ দুপুরে আমাদের কন্যাসন্তান হয়েছে, খবরটা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য। আনুশকা ও সন্তান দুজনেই সুস্থ আছে এবং আমাদের জীবনে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আশীর্বাদধন্য। আমরা আশা করছি, এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে আপনারা সম্মান জানাবেন। অনেক ভালোবাসা।’
প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।
উল্লেখ্য, আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। এরপর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।