Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারী বৃষ্টিতে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাফিন (১২) ও মিশু (১০) ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। মন্নাফসহ তার স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে ইশু (১০) আহত হন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পত্তন ইউনিয়নের চেয়ারম্যান তাজু ইসলাম বলেন, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে যায়। একপর্যায়ে দেয়াল ধসে তাদের ওপরে পরে। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মিশু ও চিকিৎসাধীন অবস্থায় রাফিনের মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মন্নাফ একজন কৃষিজীবী। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে।

ওসি আরও বলেন, তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিকে পাঠানো হয়েছে।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারী বৃষ্টিতে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাফিন (১২) ও মিশু (১০) ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। মন্নাফসহ তার স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে ইশু (১০) আহত হন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পত্তন ইউনিয়নের চেয়ারম্যান তাজু ইসলাম বলেন, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে যায়। একপর্যায়ে দেয়াল ধসে তাদের ওপরে পরে। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মিশু ও চিকিৎসাধীন অবস্থায় রাফিনের মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মন্নাফ একজন কৃষিজীবী। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে।

ওসি আরও বলেন, তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিকে পাঠানো হয়েছে।