Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সৌদি আরবে প্রথম মৌসুম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। দ্বিতীয় মৌসুমে রীতিমতো উড়ছেন। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে সাত গোলের ম্যাচে ৪-৩ গোলে জয় পায় রোনালদোর আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।

ঘরের মাঠে এদিন এগিয়ে যেতে আল নাসরের সময় লাগে ৪ মিনিট। সাদিও মানের বাড়ানো বলে রোনালদোর করা গোল এগিয়ে দেয় রিয়াদের ক্লাবটিকে। তবে দর্শকদের ছাড়া ধোঁয়ায় এই শট ঠিকঠাক দেখতে পারেননি আল আহলি গোলরক্ষক এদুয়া মেন্দি। এমনকি দর্শকেরা নিজেরাও সম্ভবত উপভোগ করতে পারেননি রোনালদোর এই গোল।

May be an image of 2 people, people playing football, people playing American football and text

এরপর ১৭ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। তালিসকার গোলে অ্যাসিস্ট করেছেন অ্যায়মেরিক লাপোর্তে। ৩০ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে ব্যবধান কমায় আল আহলি সৌদি। আল আহলি ব্যবধান কমালেও আল নাসরের গোল করতে খুব একটা সময় লাগেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে তালিসকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন ম্যানসিটি থেকে যোগ দেয়া রিয়াদ মাহরেজ। এর দুই মিনিট পর আল নাসরের লিড আরও বাড়িয়ে নেন রোনালদো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কার পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটি করেন তিনি।

May be an image of 3 people, people playing American football, people playing football and text

তিন দফায় আল-আহলি সফল হলেও এক গোলে পিছিয়ে থেকে তাদের হার দেখতে হয়। ম্যাচের ৮৭তম মিনিটের সময় বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানের গোল ব্যবধান দাঁড়ায় ৪-৩। শেষ পর্যন্ত এই ব্যবধান থাকায় জয় পায় আল-নাসর।

দলকে দারুণ এক জয় এনে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি দিয়ে তিনি লিখেছেন, আরও দুই গোল করতে পেরে খুবই আনন্দিত; বিশেষ করে গুরুত্বপূর্ণ জয়ে দলকে সহায়তা করতে পেরেছি। আমাদের ঘরের মাঠে সমর্থকেরা অসাধারণ! তাঁরা দারুণভাবে সমর্থন দিয়েছেন।

সৌদি প্রো লিগে এ নিয়ে টানা ৫ জয় পেয়েছে আল নাসর। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। রোনালদোও এই টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডই। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ২৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

প্রকাশের সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

সৌদি আরবে প্রথম মৌসুম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। দ্বিতীয় মৌসুমে রীতিমতো উড়ছেন। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে সাত গোলের ম্যাচে ৪-৩ গোলে জয় পায় রোনালদোর আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।

ঘরের মাঠে এদিন এগিয়ে যেতে আল নাসরের সময় লাগে ৪ মিনিট। সাদিও মানের বাড়ানো বলে রোনালদোর করা গোল এগিয়ে দেয় রিয়াদের ক্লাবটিকে। তবে দর্শকদের ছাড়া ধোঁয়ায় এই শট ঠিকঠাক দেখতে পারেননি আল আহলি গোলরক্ষক এদুয়া মেন্দি। এমনকি দর্শকেরা নিজেরাও সম্ভবত উপভোগ করতে পারেননি রোনালদোর এই গোল।

May be an image of 2 people, people playing football, people playing American football and text

এরপর ১৭ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। তালিসকার গোলে অ্যাসিস্ট করেছেন অ্যায়মেরিক লাপোর্তে। ৩০ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে ব্যবধান কমায় আল আহলি সৌদি। আল আহলি ব্যবধান কমালেও আল নাসরের গোল করতে খুব একটা সময় লাগেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে তালিসকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন ম্যানসিটি থেকে যোগ দেয়া রিয়াদ মাহরেজ। এর দুই মিনিট পর আল নাসরের লিড আরও বাড়িয়ে নেন রোনালদো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কার পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটি করেন তিনি।

May be an image of 3 people, people playing American football, people playing football and text

তিন দফায় আল-আহলি সফল হলেও এক গোলে পিছিয়ে থেকে তাদের হার দেখতে হয়। ম্যাচের ৮৭তম মিনিটের সময় বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানের গোল ব্যবধান দাঁড়ায় ৪-৩। শেষ পর্যন্ত এই ব্যবধান থাকায় জয় পায় আল-নাসর।

দলকে দারুণ এক জয় এনে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি দিয়ে তিনি লিখেছেন, আরও দুই গোল করতে পেরে খুবই আনন্দিত; বিশেষ করে গুরুত্বপূর্ণ জয়ে দলকে সহায়তা করতে পেরেছি। আমাদের ঘরের মাঠে সমর্থকেরা অসাধারণ! তাঁরা দারুণভাবে সমর্থন দিয়েছেন।

সৌদি প্রো লিগে এ নিয়ে টানা ৫ জয় পেয়েছে আল নাসর। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। রোনালদোও এই টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডই। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ২৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন।