স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ ক্রিকেটের দামামা বাজছে। সপ্তাহ দুয়েকেরও কম সময় পর ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন ত্রয়োদশ আসরের প্রাইজমানি নির্ধারিত হয়েছে প্রায় ১১০ কোটি টাকা (এক কোটি মার্কিন ডলার)। যা আগের আসরের সমান, অর্থাৎ এবারও পুরস্কারের অঙ্ক বাড়ছে না।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, ১৯ নভেম্বর।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে একই ভেন্যুতে। গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচটি দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে ভারত বিশ্বকাপের। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।
বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু মর্যাদারই নয়, বরং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে। যার ব্যতিক্রম হচ্ছে না এবার বিশ্বকাপেও। জানানো হয়েছে, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এছাড়া সব মিলে ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১০১ কোটি টাকা থাকছে বিশ্বকাপের প্রাইজমানি।
ওয়ানডে বিশ্বকাপের গত আসর মাঠে গড়িয়েছিল ইংল্যান্ডে। সেবার অংশগ্রহণকারী দলোগুলো যে প্রাইজমানি পেয়েছিল, এবারও সেটা একই থাকছে। অর্থাৎ, এবারও প্রাইজমানিতে কোনো ভিন্নতা নেই।
এবারের বিশ্বকাপের আসরে ১০টি দেশ-ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। এরপর নকআউট রাউন্ডে পয়েন্টা তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
একনজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি :
চ্যাম্পিয়ন দল – ৪০ লাখ ডলার
রানার-আপ দল – ২০ লাখ ডলার
সেমিফাইনালে হেরে যাওয়া দল – ৮ লাখ ডলার করে
সেমিফাইনালে উঠতে না পারা দল – ১ লাখ ডলার করে
গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচ জয়ের জন্য – ৪০ হাজার ডলার করে