Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তাতে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। আমি বারবার একটা কথা বলি তাদের চরিত্র, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি, সেজন্য কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথাবার্তা বলে।

এর আগে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না।

মেয়র তাপসের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা এই ধরনের কথা গুরুত্ব দেই না। কারণ অতীতে আমরা এগুলো বহুত (অনেক) ফেস করেছি। এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কি বলল, এতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। জনগণের লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

সংবাদ সম্মেলনে নিরপেক্ষ নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা শুরু করেছে বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ নেই তা ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টে আবারও প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত আরও বাড়বে।

এ সময় অধিকারের সম্পাদক আদিলুরের সাজা হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব।

বিচার বিভাগ ধ্বংসের পথে এমন মন্তব্য করে ফখরুল বলেন, নিম্ন আদালতে থেকে উচ্চ আদালত সমগ্র বিচার বিভাগই আজ ধ্বংসের পথে। দলীয়করণ করে পরিস্থিতিকে আরও জটিল করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: ফখরুল

প্রকাশের সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তাতে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। আমি বারবার একটা কথা বলি তাদের চরিত্র, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি, সেজন্য কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথাবার্তা বলে।

এর আগে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না।

মেয়র তাপসের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা এই ধরনের কথা গুরুত্ব দেই না। কারণ অতীতে আমরা এগুলো বহুত (অনেক) ফেস করেছি। এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কি বলল, এতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। জনগণের লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

সংবাদ সম্মেলনে নিরপেক্ষ নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা শুরু করেছে বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ নেই তা ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টে আবারও প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত আরও বাড়বে।

এ সময় অধিকারের সম্পাদক আদিলুরের সাজা হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব।

বিচার বিভাগ ধ্বংসের পথে এমন মন্তব্য করে ফখরুল বলেন, নিম্ন আদালতে থেকে উচ্চ আদালত সমগ্র বিচার বিভাগই আজ ধ্বংসের পথে। দলীয়করণ করে পরিস্থিতিকে আরও জটিল করা হয়েছে।